উত্তরদিনাজপুর

দীর্ঘ দিনের দাবি পুরন হতে চলেছে কালিয়াগঞ্জের শহরবাসীর

প্রায় ১০ বছরের অপেক্ষার অবসাণ ঘটিয়ে বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত দিয়ে চালু হতে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পরিসেবা। আগামী মঙ্গলবার ১ আগষ্ট উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক সভা মঞ্চ থেকে এই পানীয় জল প্রকল্পের সূচনা করবেন মূখ্যমন্ত্রী।এছাড়াও শহর সৌর্ন্দয্যায়ন প্রকল্পে ৬ নম্বর ওয়ার্ডের ধনকৈই মোড় মনীষী পঞ্চানন বর্মার নতুন অবক্ষ্য মূর্তি এবং ডিজিটাল ফোয়ারার উদ্ধোধন, ৮ নম্বর ওয়ার্ডের শেঠ কলোনীতে শিশু উদ্যানের শিলান্যাস করা হবে বলে জানা যায়। প্রধান মন্ত্রী আবাস প্রকল্পের সবার বাড়ি চাবি উপভোক্তাদের হাতে তুলে দেবার সূচনা হবে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। ইসলামপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা মঞ্জের শুভ সূচনা এবং শিলান্যাস হতে চলা এই প্রকল্প গুলির সূচনা সামনে রেখে কালিয়াগঞ্জের পুর প্রধান কার্তিক পাল সাংবাদিক সম্মেলন করে জানালেন শহরবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসানের কথা। ২০০৮ সালে এই শহরের বাসিন্দা তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির প্রচেষ্টায় কালিয়াগঞ্জ পুরসভা পেয়েছিল ১১,৬৭ কোট টাকা বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্প। তিন বছরে এই জল প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হতে অনেক সময় লেগে যায়। প্রীয় দীপার শহরে পুরসভার ক্ষমতায় কংগ্রেসী পুরবোর্ড ২০১৬ সালে এই জল প্রকল্প চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি রাজ্য পুর দপ্তরের অনুমোদন না মেলায়। ২০১৬ সালে আগষ্ট মাসে কালিয়াগঞ্জ পুরবোর্ড পালা বদল ঘটে কার্তিক পালের নেতৃত্বে সংখ্যা গরিষ্ট কংগ্রেসী কাউন্সিলার দলবদলে তৃনমূলে যোগ দিলে।কার্তিক পালের নেতৃত্ব ক্ষমতায় আসা তৃনমূল পুরবোর্ডের প্রথম প্রতিশ্রুতি পুরন হতে যাচ্ছে কালিয়াগঞ্জ পুরসভার ক্ষমতা শাসকদলের হাতে আসার বর্ষপূর্তির মাসে। মূখ্যমন্ত্রীর হাতে জল প্রকল্পের সূচনার দিন কালিয়াগঞ্জ পুর শহরের ১৭ টি ওয়ার্ডে ২০ জন প্রতিবন্ধী ব্যাক্তির বাড়িতে জল চালু হবে।

            পুর প্রধান জানান এই ২০ টি পরিবারের পর আবেদন মেনে সাধারন মানুষের বাড়িতে পানীয় জলের সংযোগ দেবার কাজ করবে পুরসভা। পুরসভা মাসিক জল কর না নিলেও সংযোগের খরচ ও মাসে পরিষেবা প্রদান বাবদ সামান্য কিছু ফি ধার্য করেছে। ২০০৮ সালে ঘটা করে শহরে পানীয় জল প্রকল্পের কাজ চালুর পর ২০১৭ সালে বাড়ি বাড়ি জল পাবার পুরবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে ১ আগষ্ট মূখ্যমন্ত্রীর হাত দিয়ে।

            বাড়ি বাড়ি জল সরবরের কাজ শুরু হবে বলে সাধারন মানুষ খুশি। তাদের দাবি বেচে থাকার জন্য আর্ষেনিক মুক্ত চলের প্রয়োজন।দেরিতে হলেও জল দেওয়া শুরু হতে চলেছে। শহরের দীর্ঘ দিনের সমস্যার সমাধান হতে চলেছে। শহরবাসি হিসাবে পুরসভাকে সাধুবাদ জানাই।